• বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
লংগদুতে দুইদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর পর্যটনের লেক পরিস্কার করছে রামগড় বিএনপি কাপ্তাই ইউএনও’র হস্তক্ষেপে মুক্তি মিললো ভাতের হোটেলে কাজ করা ৪ শিশুর অব্যবস্থাপনার দীর্ঘ ছায়া কাটিয়ে নতুন দিগন্তে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত বাঘাইহাট বাজার বয়কট প্রত্যাহার করেছে সাজেকবাসী মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও টি-শার্ট উদ্ধার কাপ্তাইয়ে কর্ণফুলী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন রামগড় একতা সমাজ সেবা সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন করেছে ২৩ বিজিবি খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীতা ঘোষণা

নির্মাণাধীন রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, বিপাকে ৫০ পরিবার

সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ রাজবাড়ী: / ২৩৬ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি::

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী গফুর মণ্ডল পাড়ায় নির্মাণাধীন একটি রাস্তার মুখে ঘর নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন মো. রব শেখ নামের এক ব্যক্তি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দুই পাড়ার অন্তত ৫০টি পরিবারের প্রায় পাঁচ শতাধিক মানুষ।

ভুক্তভোগী মনির খান, মো: ইচমাইল হোসেন, মোছা: রহিমা বেগম, সবুজ খান শিমুল, প্রতিবন্ধী সূচনাসহ অনেকেই জানান, বরকত শেখের বাড়ি থেকে দুলাল খানের বাড়ি পর্যন্ত চলাচলের জন্য ‘কাজের বিনিময়ে টাকা (কাবিটা)’ প্রকল্পের আওতায় সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে একটি রাস্তা নির্মাণের কাজ চলছিল। কিন্তু হঠাৎ মো. রব শেখ রাস্তাটির মুখে দোকান ঘর নির্মাণ শুরু করলে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। ফলে এবড়োখেবড়ো রাস্তা ও গর্ত পেরিয়ে শিশু, নারী, বৃদ্ধ, প্রতিবন্ধীসহ এলাকাবাসীকে দুর্ভোগের মধ্যে চলাফেরা করতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে নির্মিত ঘরটি অপসারণ করে রাস্তাটি উন্মুক্ত করে নির্মাণকাজ শেষ করা হোক, যাতে তারা স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন।

তবে অভিযুক্ত মো. রব শেখ দাবি করেছেন, “এই জমি সরকারি নয়, এটি আমার নিজস্ব সম্পত্তি। এলাকাবাসী আমার জমিতে রাস্তা করতে চায়, তাই আমি বাধা দিয়েছি এবং সেখানে ঘর নির্মাণ করেছি। আমি আমার জমি ছাড়বো না।”

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান বলেন, “রাস্তাটি একটি চলাচলের পথ। তাই সেখানে কাজ শুরু করা হয়েছিল। কিন্তু নির্মাণকালে জমির মালিক আপত্তি তোলায় কাজ বন্ধ করতে হয়েছে। এটি একটি স্থানীয় সমস্যা। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ