আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি জেলা প্রশাসক এ.বি.এম ইফতেখারুল ইসলাম খন্দকার মানিকছড়ি উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ব্যস্ততম দিন পার করেছেন।
১৩ মে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক
এ.বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন কাজ, ভূমি অফিস, তিনটহরী উচ্চ বিদ্যালয়, তিনটহরী ইউনিয়ন পরিষদ, থানা, রাঙ্গাপানি ও মানিকছড়ি মৌজার হেডম্যান কার্যালয় পরিদর্শন করেন এবং একসত্যাপাড়া আশ্রয়ণে থাকা ১০ পরিবারে শুকনো খাবার বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারী কমিশনার( ভূমি) সৈয়দ সাফকাত আলী, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মো. মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানেরা উপস্থিত ছিলেন।