• শনিবার, ২১ জুন ২০২৫, ০২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রাস্তা নয় এ যেন মরণফাঁদ: যশোর সাতক্ষীরা মহাসড়ক পার্বত্য অঞ্চলে দেশি ফলের সম্ভাবনা অপরিসীম: পানছড়িতে জাতীয় ফল মেলা-২০২৫ অনুষ্ঠিত দুস্থ ও অসহায়দের মানবিক সহায়তা দিল সেনাবাহিনী বর্ষায় এদের কদর বাড়ে লংগদুতে সেনা জোনের উদ্যোগে সামাজিক বিশৃঙ্খলা ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ কর্মশালা লংগদুতে দুইদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর পর্যটনের লেক পরিস্কার করছে রামগড় বিএনপি কাপ্তাই ইউএনও’র হস্তক্ষেপে মুক্তি মিললো ভাতের হোটেলে কাজ করা ৪ শিশুর অব্যবস্থাপনার দীর্ঘ ছায়া কাটিয়ে নতুন দিগন্তে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত বাঘাইহাট বাজার বয়কট প্রত্যাহার করেছে সাজেকবাসী

গুইমারায় ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

দৈনিক পার্বত্যকন্ঠঃ / ১৯৫ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

গত ১২ মে ২০২৫ ইং, রাত ১১টা ৫ মিনিটে গুইমারা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আইয়ুব ও এএসআই (নিঃ) শিমুল চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গুইমারা বাজারস্থ সেবা মেডিকেল হলের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপর থেকে সৌদিয়া পরিবহন নামক একটি গাড়ি তল্লাশি করে মোঃ নজরুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক নজরুল ইসলামের বাড়ি খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানাধীন ৫নং ওয়ার্ডের সুপারি বাগান এলাকায়। তার পিতার নাম মৃত রফিকুল ইসলাম ও মাতার নাম সুফিয়া খাতুন।

অভিযানে তার কাছ থেকে ৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয় এবং গুইমারা থানায় নিয়ে আসা হয়।

পরবর্তীতে গুইমারা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ এনামুল হক চৌধুরী জানান, “মাদকের বিরুদ্ধে গুইমারা থানা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ