• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ দেবিদ্বারে জুলাই হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার ৬১ হাজার উদ্বাস্তু পার্বত্য বাঙালি পরিবারের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে কে? লংগদুতে রাজনগর বিজিবি জোনের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কাপ্তাই বন্যহাতির আক্রমণে নিহত ১, আহত ১ অটোরিকশা ভাংচুর দীঘিনালায় দুই বসতবাড়িতে ভয়াবহ চুরি লামায় ইটভাটা অভিযান রুখতে কাপনের কাপড় পরে শ্রমিকের রাস্তা অবরোধ লামায় বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা মানিকছড়িতে শিক্ষার মানোন্নয়নে মুক্ত আলোচনা অনুষ্টিত দীঘিনালায় মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা: শিক্ষাঙ্গনে আনন্দঘন আয়োজন

বন্ধ হলো চন্দ্রঘোনা- রাইখালী নৌ রুটে ফেরি চলাচল

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ২১৫ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: নাব্যতা সংকটের ফলে  কর্ণফুলি নদীতে ড্রেজিং কাজের জন্য  আজ মঙ্গলবার  (১৩ মে) ভোর ৬ টা থেকে চন্দ্রঘোনা- রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। আগামী রবিবার  (১৮ মে)  ভোর ৫ টা  পর্যন্ত এই  নৌ রুটে  ফেরি চলাচল  বন্ধ থাকবে বলে জানিয়েছেন  রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের( সওজ)   নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

গতকাল সোমবার (১২ মে) রাতে মুঠোফোনে তিনি এই প্রতিবেদককে  আরোও   জানান ,  কর্ণফুলি নদীতে নাব্যতা সংকটের ফলে  ড্রেজিং কাজের জন্য ব্যস্ততম এই নৌ- রুটে মঙ্গলবার  ( ১৩ মে)  ভোর ৬ টা হতে  রবিবার(১৮ মে)   ভোর ৫ টা পর্যন্ত ফেরি চলাচল  বন্ধ রাখতে হচ্ছে। আমরা সপ্তাহ খানেক আগে বিজ্ঞপ্তি আকারে চালক এবং যাত্রীদেরকে এই বিষয়ে অবহিত করেছিলাম। এসময় তিনি বিকল্প সড়ক হিসেবে চট্টগ্রাম জেলার  রাঙ্গুনিয়া-পদুয়া- সুখবিলাশ  সড়ক (কালিন্দী রাণী সড়ক)  ব্যবহার করতে সকলকে অনুরোধ জানিয়েছেন।

এদিকে মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৮  টায় চন্দ্রঘোনা ফেরি ঘাটে কথা হয় সওজ রাঙামাটির উপ বিভাগীয়  প্রকৌশলী ( কারখানা বিভাগ) রনেল চাকমা এবং উপ সহকারী প্রকৌশলী  কীর্তি নিশান চাকমার সাথে।  এসময় তাঁরা জানান, শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটের কারণে ফেরিতে উঠার পল্টুনের তলাটা চরের উপর আটকে যায়, ফলে যানবাহন পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়। তাই কর্ণফুলী নদীতে ড্রেজিং এর কারনে আজ মঙ্গলবার (১৩ মে) ভোর ৬ টা হতে রবিবার (১৮ মে) ভোর ৫ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। তবে এরই মধ্যে যদি ড্রেজিং এর কাজ শেষ হয়, তাহলে এর আগে ফেরি চলাচল খুলে দেওয়া হবে।

এসময় কথা হয় ফেরির চালক আমিনুল হক  এর সাথে। তিনি বলেন, ড্রেজিং এর কারনে ৫ দিন ফেরি চলাচল বন্ধ থাকবে।

প্রসঙ্গত: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট  এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন এর চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা হয়ে কর্ণফুলী নদী দিয়ে এই নৌ রুটে প্রতিদিন শত শত যাত্রীবাহী এবং পণ্যবাহী  ভারী, হালকা এবং মাঝারি যানবাহন চলাচল করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ