• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং কাপ্তাই বন্যহাতির আক্রমণে নিহত ১, আহত ১ অটোরিকশা ভাংচুর দীঘিনালায় দুই বসতবাড়িতে ভয়াবহ চুরি লামায় ইটভাটা অভিযান রুখতে কাপনের কাপড় পরে শ্রমিকের রাস্তা অবরোধ লামায় বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা পাহাড়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার স্কুল শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা মানিকছড়িতে শিক্ষার মানোন্নয়নে মুক্ত আলোচনা অনুষ্টিত দীঘিনালায় মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা: শিক্ষাঙ্গনে আনন্দঘন আয়োজন রাইখালী ইউনিয়নে জামায়াতে ইসলামী’র উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান সাজেক ভূয়াছড়িতে সেনাবাহিনীর ক্রীড়া উদ্যোগে জমজমাট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত গুইমারার সিন্দুকছড়ি জোন উদ্যাগে মানবতা ও সমাজ কল্যাণে সহায়তা প্রদান ধানের শীষ প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পথসভা সফল করতে গুইমারায় বিশাল স্বাগত মিছিল

পানছড়িতে মহিলা দলের পরিচিতি সভা ও নতুন কমিটি ঘোষণা

আনোয়ার হোসেন, পানছড়ি উপজেলা প্রতিনিধি: / ৩৫৩ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

আনোয়ার হোসেন, উপজেলা প্রতিনিধি, পানছড়ি::

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা মহিলা দলের আয়োজনে এক বর্ণাঢ্য পরিচিতি সভা ও নতুন কমিটি ঘোষণার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অদ্য ০৬ মে পানছড়ি উপজেলা সদরের এক মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সভায় সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদিকা হালিমা বেগম (সেলি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বেলাল হোসেন, সহ-সভাপতি খাগড়াছড়ি জেলা বিএনপি ও সভাপতি পানছড়ি উপজেলা বিএনপি। তিনি বলেন, “দলের সাংগঠনিক কাঠামোকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে মহিলা দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সমাজ পরিবর্তনের প্রতিটি ক্ষেত্রে নারীদের সম্পৃক্ততা বাড়ানো এখন সময়ের দাবি।”

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কুহেলি দেওয়ান, সভানেত্রী, খাগড়াছড়ি জেলা মহিলা দল। তিনি বলেন, “মহিলা দল এখন আর শুধু নামমাত্র সংগঠন নয়, আমরা প্রতিটি ইউনিয়নে কার্যকর ও সক্রিয় নেতৃত্ব গঠনে বদ্ধপরিকর। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের নারী নেত্রীরা প্রস্তুত।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক, পানছড়ি উপজেলা বিএনপি। তিনি তার বক্তব্যে বলেন, “আমাদের রাজনীতিতে নারীর অংশগ্রহণ এখন আর সীমাবদ্ধ নয়। স্থানীয় নেতৃত্বে নারীদের এগিয়ে আসা আমাদের সংগঠনকে নতুন প্রাণ দিচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিয়াম আক্তার মনি, দপ্তর সম্পাদিকা, খাগড়াছড়ি জেলা বিএনপি। এছাড়াও স্থানীয় পর্যায়ের নারী নেত্রীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৩নং পানছড়ি, ৫নং উল্টাছড়ি ও ১নং লোগাং ইউনিয়ন মহিলা দলের নতুন কমিটি ঘোষণা। নতুন দায়িত্বপ্রাপ্ত নেত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং দলীয় দায়িত্ব পালনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি, ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উপায় নিয়ে বিস্তর আলোচনা করেন।

সমগ্র অনুষ্ঠানজুড়ে দলীয় সংহতি, নেতৃত্ব বিকাশ এবং নারীদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ