পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের অফিস স্টাফ মুজিবুর রহমানের মৃত্যুর খবর, কৃষি গবেষণা কেন্দ্রের মসজিদের মাইকে প্রচার করাতে গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.এস এম ফয়সাল মসজিদের ইমাম মাওলানা এমদাদুর রহমান (মামুন) কে দাঁড়ি নিয় কটাক্ষ ও লাঞ্ছিত করা অভিযোগ ওঠেছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ের ঐতিহ্যবাহী সুনাম ধন্য সরকারি প্রতিষ্ঠান পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রটি,১৯২০সালের মহুকুমা শহরের শুরু থেকেই এই প্রতিষ্ঠান রামগড়কে আলোকিত করে রেখেছে। ইতিমধ্যে রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণায় সরকারি নিয়মকানুন কে বৃদ্ধাঙ্গুলি দেখি সরকারি গাছ কর্তন সহ অফিশিয়াল বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে গবেষণার দপ্তর প্রধান ড.এস এম ফয়সাল অশ্রু"র বিরুদ্ধে।এসব অনিয়মের কারণে তার বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হবার পর,ড.বাবুল চন্দ্র সরকার এর নেতৃত্বে ৩সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছিলো,যা তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়েছে,এবং দাপ্তরিক আইন অনুযায়ী তদন্তের কাজ এখনো চলমান।
ড.এস এম ফয়সাল অফিস স্টাফ সহ পদস্থ কর্মকর্তাদের জিম্মি করে তার ব্যাক্তিগত ক্ষমতা দেখিয়ে অফিস চালাচ্ছেন বলে নামপ্রকাশে অনিচ্ছুক কিছু স্টাফ শ্রমিক এবং পদস্থ কর্মকর্তাদের অভিযোগ,ড.এসএম ফয়সাল রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রে যোগদানের পর থেকেই বিভিন্ন কায়দায় শ্রমিক স্টাপ,এবং মসজিদের ইমান মোয়জ্জেম কে হেনেস্থা করেছেন বলে তারা অভিযোগ তোলেন ,ইমামকে হেনেস্থার বিষয়টি মসজিদের অস্থায়ী কমিটি"র সদস্যরা অবগত রয়েছেন,কৃষি গবেষনার অধিনস্থ মসজিদের ইমাম মাওলানা ইমদাদুর রহমান মামুনকে বিভিন্ন সময়ে অপমান অপদস্ত হতে হচ্ছে এ কর্মকর্তার হাতে।
মাওলানা ইমদাদুর রহমান মামুন গনমাধ্যমে দেওয়া এক লিখিত ব্রিফিং এ জানান গত কয়েক মাস পূর্বে কৃষি গবেষনায় কর্মরত বৈজ্ঞানিক সহকারী মোহাম্মদ করিম মন্ডল মারা যাওয়ার পর তাকে আমি গোসল ও জানাজা ব্যাবস্থা করি,এবং তার গ্রামের বাড়ি লাশ নেওয়ার ব্যাবস্থা করে দেওয়ার কারণে গবেষণার দপ্তর প্রধান ড.এস এম ফয়সাল আমাকে অর্কথ্য ভাষায় গালি গালাজ করেছেন,কেন আমি করিম মন্ডলকে গোসল করালাম কেন এম্বোলেন্স ঠিক করাম এজন্যে। বৈজ্ঞানিক সহকারী করিম মন্ডলের স্ত্রী এবং ছোট সন্তানদের প্রতিও ড.এস এম ফয়সাল সাহেব অমানবিক আচরণ করেছেন,তার মৃত্যুর পর তার স্ত্রী সন্তানকে সরকারি কোয়ার্টারে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলেন ।পরে রামগড় হাসপাতাল থেকেই তার লাশ গ্রামের বাড়ি ময়মনসিংহ পাঠানো হয়।
মাওলানা এমদাদুর রহমান( মামুন )আরো বলেন ২সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের অফিস স্টাফ মুজিবুর রহমান ইন্তেকাল করেন,তিনি দীর্ঘদিন কৃষি গবেষনায় চাকরীকালে এলাকার মানুষের মতই চলাফেরা করেছিলেন,এবং তার ৩ মেয়ের জামাতার বাড়িই রামগড়ে। আমি তার ইন্তেকালের বিষয়টি মসজিদের মাইকে"র মাধ্যমে প্রকাশ করলে সকাল ৭টার সময় কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও মসজিদ কমিটির সভাপতি ড.এস এম ফয়সাল আমাকে মসজিদ থেকে ডেকে নিয়ে বৈজ্ঞানিক সহকারী হাসান,গাড়ির ড্রাইবার মোস্তাফা,ক্যাশিয়ার সেলিম এর উপস্থিতিতে বিভিন্ন খারাপ ভাষায় গালিমন্দ করেন,আমি কেন তার অনুমতি ছাড়া মুজিবুরের মৃত্যুর খবর মাইকে বললাম,আমি এবিষয়ে তার কাছে Sorry বলে মাফ পযর্ন্ত চেয়েছি,তবুও তিনি আমার সাথে খারাপ আচারণ করেই যাচ্ছেন,তিনি আমার মুখের দাঁড়ি নিয়েও কটাক্ষ করেন।যে ভাষায় তিনি আমাকে গালি গালাজ করেছেন তা ভাষায় প্রকাশ করার মত না, এত বড় অফিসারের মুখে এসব ভাষা মানায় না,ড.এসএম ফয়লাস মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে যোগদানের পর থেকেই আমাকে অপমান অপদস্ত করে আসছে,বার বার হুমকি দিচ্ছে আমাকে মসজিদ থেকে চাকুরী চুত্য করবে। অফিসের সবাইকে তিনি সব সময় ভয় আতঙ্কে রাখেন,অফিসের কোন লোকের কাছে কোন বিষয়ে সহযোগিতা পাওয়া যায় না,সবাই ফয়সাল সাহেবের ভয়ে মুখ বন্ধ রাখেন।
এবিষয়ে জানতে চাইলে ক্যাশিয়ার মোঃ সেলিম, বৈজ্ঞানিক সহকারী সফন,হাসান, কোন বক্তব্য দিতে রাজি হননি।
সমাজ পরিচালনা কমিটি সুত্রে জানা গেছে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের এই মসজিদ দীর্ঘ পঞ্চাশ বছর সমাজ এবং কেন্দ্রের প্রধানের সহযোগিতায় চলে আসতেছে,কিন্তু বর্তমান কেন্দ্র প্রধান ও (পদ অধিকারবলে)মসজিদ সভাপতি যোগদানের পর থেকে তিনি মসজিদ এবং ইমাম মোয়াজ্জেম নিয়ে নানান তালবাহনা শুরু করেছেন, রামগড়ের ২য় জামে মসজিদ হিসেবে পরিচিত সয়েল বাগান জামে মসজিদ নামে এই ধর্মীয় প্রতিষ্ঠানটি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.এসএম ফয়সালের কারণে বন্ধ হয়ে যাবার পথে।রামগড়ে গবেষনার মতই আরো ৩টি মসজিদ রয়েছে,১,থানা মসজিদ যার সভাপতি ওসি সাহেব,২অফিস টিলা মসজিদ যার সভাপতি ইউনও সাহেব,ওয়াপদা জামে মসজিদ যার সভাপতি আরি সাহেব,কিন্তু ঐসব মসজিদের কোন তালবাহনা নেই সয়েল বাগান মসজিদের মত। মসজিদের ইমাম কে লাঞ্ছিত করার বিষয়টি খুবই দুঃখজনক,এবিষয়ে একটি সুষ্ঠু সমাধানের দরকার।
এবিষয়ে জানতে রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও মসজিদের সভাপতি ড.এস এম ফয়সাল (অশ্রু)কে তার মুঠোফোনে একাধিক বার কল দিয়ে সংযোগ পাওয়া যায়নি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত