প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ১২:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ১০:২৭ পি.এম
মহেশখালীর নতুন এসিল্যান্ড মোহাম্মদ সাদাত হোসেন

হ্যাপী করিম (মহেশখালী) প্রতিনিধি।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার নতুন সহকারী কমিশনার (এসিল্যান্ড) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সাদাত হোসেন (১৮৯৯৪)। ৩৮তম বিসিএস’র এ কর্মকর্তা কুতুবদিয়া উপজেলা ভূমি অফিস কার্যালয়ে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৯ শে এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) এস এম অনীক চৌধুরী'র স্বাক্ষরিত আজকের এক প্রজ্ঞাপনে এ পদে যোগদান করবেন বলে জানা গেছে।
নতুন দায়িত্ব পেয়ে এ কর্মকর্তা হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়ার অঙ্গীকার করে সহকারী কমিশনার (এসিল্যান্ড) মোহাম্মদ সাদাত হোসেন বলেন, জনগণকে যেকোনো সময় ভূমি সংক্রান্ত সার্বিক সেবা দেওয়া হবে। জনগণ সরাসরি এসিল্যান্ডের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। তাদের হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়াই হবে আমার প্রথম কাজ। নতুন সহকারী কমিশনার (ভূমি) পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ সাদাত হোসেনের নিজের ও শ্বশুর বাড়ি চট্টগ্রাম জেলায়।
সম্প্রতি সদ্যবিদায়ী সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরাকে চট্টগ্রাম জেলায় বদলি করা হয়েছে। স্থলাভিষিক্ত করা হয় মোহাম্মদ সাদাত হোসেন'কে। এরআগে দীপক ত্রিপুরা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সফলতার সহিত দায়িত্ব পালন করেন এ উপজেলায়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত