ট্রলারডুবিতে নিখোঁজ স্কুল শিক্ষকের ১ জনের মরদেহ ঘটনার ৮ দিন পর নিখোঁজ শিক্ষক আজমল হোসেন (৪৪) এর লাশের সন্ধান পাওয়া গেছে। বুধবার (১ সেপ্টেম্বর) বিকালে শরীয়তপুরের জাজিরার মাঝির ঘাট এলাকায় ওই শিক্ষকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী।পরে, জানাজানি হলে ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ ও আজমলের পরিবার ঘটনাস্থলে রওনা দিয়েছেন। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এস,আই নজরুলের নেতৃত্বে কোতয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছেন। উদ্ধারে যাওয়া কোতোয়ালী থানার এস,আই নজরুল ইসলাম বলেন, আমরা পুলিশের একটি টিম গাড়িতে করে ঘটনাস্থলে যাচ্ছি। তবে, লাশটি কার এবং কারা উদ্ধার করবে সেটা ঘটনাস্থলে যাওয়ার পর বলতে পারবো। জানা যায়, শিক্ষক আজমল ফরিদপুরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারি শিক্ষক ছিলেন। প্রসঙ্গত, ফরিদপুর শহর থেকে গত বুধবার (২৫ আগস্ট) বিকেল ৩ টায় ট্রলার ভাড়া করে পদ্মায় ভ্রমণে যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ জন শিক্ষক। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে তীব্র স্রোতের মুখে ৩ নম্বর পন্টুনের সঙ্গে সংঘর্ষে শিক্ষকদের বহন করা ট্রলারটি ডুবে যায়। এ সময় ১২ জন শিক্ষক সাঁতারে পাড়ে উঠতে পারলেও আজমল ও আলমগীর নামের দুই শিক্ষক নিখোঁজ হন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত