আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়িঃ
ফিলিস্তিনের গাজায় ইজরায়েল গণহত্যা ও মানবতাবিরোধী যুদ্ধাপরাধের প্রতিবাদে উত্তাল আজ বিশ্বের মুসলিমসহ মানবতাবাদী মানুষ। নৃশংস হত্যাকান্ড ও নির্মমতার প্রতিবাদে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় স্কুল-কলেজ শিক্ষার্থী ও তৌহিদী মুসলিম জনতার ব্যানারে হাজারো মানুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ নিয়ে উপজেলা সদরস্থ আমতল চত্বরে এসে মানববন্ধনে অংশ নেন। ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি ইসরায়েলী পণ্য বর্জন ও ইসরাইলি বর্বরতার বিপক্ষে লেখা নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, অনতিবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে।
গণহত্যার দায়ে ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে চিরতরে মুছে দেওয়ার দাবী জানান শিক্ষার্থীরা। তারা আরও বলেন,আমেরিকাসহ বিশ্ব মোড়ল দেশগুলো আজ ইজরায়েলের গণহত্যা দেখেও না দেখার ভান করে নিঃশ্চুপ হয়ে আছেন! তাদেরও বয়কট করতে হবে। এসময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত