মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদুতে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা করেছেন লংগদু জোন।
রবিবার (০৬ এপ্রিল) দুপুর ১২টায় লংগদু জোনে সরকারী-বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সংবাদ কর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায়,দেশের বর্তমান পরিস্থিতিতে লংগদু উপজেলার বিভিন্ন বিষয় ও শান্তি সম্প্রীতি নিয়ে আলোচনা করা হয়। একই সময় লংগদু জোনের নবাগত জোন অধিনায়কের পরিচিতি এবং বিদায়ী জোন অধিনায়কের সাথে কৌশল বিনিময় হয়।
লংগদু জোনের জোন অধিনায়ক লে.কর্নেল হিমেল মিয়া পিএসসি উপজেলার সকল মানুষের সুস্বাস্থ্যে ও মঙ্গল কামনা করে এবং নতুন জোন অধিনায়ক লে.কর্নেল মোর্শেদ এসপিপি পিএসসি কে সহযোগীতা করে, উপজেলার শান্তি সম্প্রীতি বজায় রেখে কাজ করতে সকলকে সহযোগীতা করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন,অত্র জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ,সহ অন্যান্য অফিসার বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদ, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত