মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ জুলাই ২৪ গণঅভ্যুত্থানে শহীদ হওয়া খাগড়াছড়ির রামগড়ের সন্তান শহীদ আব্দুল মজিদ হোসেনের পরিবারকে ১০ লক্ষ টাকার সরকারি সহায়তার চেক তুলে দিয়েছেন জেলা প্রশাসক এবি এম ইফতেখার ইসলাম খন্দকার।
শনিবার ২৯ মার্চ দুপুরে জেলা প্রশাসক মজিদ হোসেনের উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাড়িতে গিয়ে এই আর্থিক এই সহায়তা প্রদান করেন।
জেলা প্রশাসক এবিএম ইফতেখার ইসলাম খন্দকার জানান, শহীদ মজিদ হোসেনের নাম গেজেটভুক্ত হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা ও তার পরিবারের প্রতি যথাযথ সম্মান প্রদান করা হবে। প্রথম ধাপে ১০ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে, পরবর্তীতে আরো ২০ লক্ষ টাকা দেওয়া হবে দুই ধাপে, মোট ৩০ লক্ষ টাকা পাবে শহিদ মজিদ হোসেনের পরিবার।
শহীদ পরিবারের মাঝে চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন, ছাত্র প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন রিমন, রামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন ভুট্টু, রামগড় প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত