দৈনিক পার্বত্যকন্ঠঃ
খাগড়াছড়ি'র গুইমারাতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে অন্তত ৫০ লক্ষ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে।
বৃহস্পতিবার রাতে সিন্দুকছড়ি জোনের আওতাধীন রামগড় উপজেলার থলিবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে জমানো ৩৫০০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করে সেনাবাহিনী। যার আনুমানিক বাজার মূল্য অন্তত ৫০ লক্ষ টাকা।
শুক্রবার দুপুরে জব্দকৃত এসব কাঠ জালিয়াপাড়া বন বিভাগে নিকট হস্তান্তর করা হয়েছে। সেনা বাহিনী সূত্র থেকে জানা যায়, অবৈধ কাঠ পাচার রোধে সেনা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, একটি প্রভাবশালী চক্র প্রতিনিয়ত রাতের আঁধারে বন বিভাগ ও প্রশাসনের চক্ষু ফাকি দিয়ে অবৈধ ভাবে বিভিন্ন প্রজাতির কাঠ এবং ইট ভাটায়পোড়ানোর জন্য লাকড়ি পাচার করে আসছে। তাদের দৌরাত্ব কমাতে এবং বনজ সম্পদ রক্ষার্থে সেনা বাহিনীর এমন অভিযান পরিচালিত হচ্ছে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত