মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ আমরা পরাজয় মানি না, “২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রথম প্রহরে ফুল দিয়ে শহিদদের প্রতি বান্দরবান এর জেলা পরিষদ, বান্দরবান জেলা প্রশাসক,পার্বত্য জেলা পুলিশে বিনম্র শ্রদ্ধা”
পুরো জাতি আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের। অবনত চিত্তে শ্রদ্ধা জানাবে মুক্তিযুদ্ধের ৯ মাসে অসামান্য আত্মত্যাগকারী বাংলার অকুতোভয় বীর সেনানী মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী মহান নেতাদের। পাশাপাশি দেশ আজ মেতে উঠবে স্বাধীনতার উৎসবের আমেজে।
আজ ২৬ শে মার্চ গৌরবদীপ্তময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজকের এই দিনে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে দীর্ঘ নয় (০৯) মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহিদদের স্মৃতিতে ৩১ বার তোপধ্বনি দেন। সূর্যোদয়ের সাথে সাথে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহ একত্রে মিলিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং সম্মান প্রদর্শন করেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন - জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি,
এসময় বান্দরবান পার্বত্য জেলা গনমাধ্যম কর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা- -কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত