আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়িঃ
মহান স্বাধীনতা দিবস উদযাপনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহীদ বেদিতে পুস্পস্তবক অপর্ণ, সরকারি নানা কর্মসূচীতে অংশগ্রহন ও দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক মো. মীর হোসেন দল ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। এর পর নেতাকর্মীদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে শোভাযাত্রাসহকারে শহীদ বেদিতে পুস্পস্তবক অপর্ণ করেন। পরে মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সালাম গ্রহন এবং বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে সিনিয়র নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতি মো. এনামুল হক এনাম, সিনিয়র সহ-সভাপতি মাস্টার মো. আবুল কাশেম ভুইঁয়া, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, সহসম্পাদক মো. আবুল কাশেম, মাস্টার নূরেজ্জামান, সাংগঠনিক সম্পাদক মীর হোসেন, যুবদল নেতা মো. মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রদল সভাপতি মো. শাহীনুর রহমান, কলেজ ছাত্রদল সভাপতি মো. রাকিব হোসেনসহ দল ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য বক্তারা, দেশের স্বাধীনতা অর্জনে বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ মেজর জিয়াউর রহমানের অবদান নতুন প্রজন্মদের সামনে তুলে ধরে জাতির যে কোন ক্রান্তিলগ্নে দেশের লাল-সবুজের পতাকা এবং স্বাধীনতার চেতনা নিয়ে কাজ করার আহবান জানান।
এ সময় সভাপতি মো. এনামুল হক এনাম আরও বলেন, এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় মেজর জিয়াউর রহমান ছিলেন উদার মনের অধিকারী। ফলে এদেশে অসংখ্য মানুষ রাজনীতি করার সুযোগ পেয়েছে। যদিও আজ নতুন প্রজন্মদের অনেকে জিয়াউর রহমানের দেশপ্রেম ও গণতন্ত্রের উদারতা সম্পর্কে এখনও অনেক অজানা। জিয়াউর রহমানের আদর্শে নেতাকর্মীদের উজ্জীবিত হওয়ার আহবান জানান তিনি।