আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়িঃ
শহীদ বেদিতে পুস্পস্তবক অপর্ণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সালাম গ্রহন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ও.সি) শেখ মাহমুদুল হাসান রুবেল এর উপস্থিতিতে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা শহীদ বেদিতে পুস্পস্তবক অপর্ণ করে সকল শহীদের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
পরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, নাগরিক কমিটি এবং বিভিন্ন সামাজিক সংগঠন পৃথক পৃথকভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহীদ বেদিতে পুস্পস্তবক অপর্ণ ও দোয়ায় অংশগ্রহণ করেন।
এর পর মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সালাম গ্রহন শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারী কমিশনার( ভূমি) সৈয়দ সাফকাত আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মো. মীর হোসেনসহ সকল প্রশাসনিক কর্মকর্তা এবং উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা সংর্বধনা সভা। এতে বক্তব্য শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সন্মানণা স্মারক তুলে দেন সংর্বধনা কমিটির অতিথিরা।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুল ইসলাম চৌধুরী, মো. আলী হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. হাবিবুল্লাহসহ সকল মুক্তিযোদ্ধা ও নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন।