স্টাপ রিপোর্টারঃ
যথাযোগ্য মর্যাদার সাথে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার সূর্যোদয়ের সাথে সাথে গুইমারা উপজেলা বিএনপির উদ্যোগে গুইমারা হাই স্কুল শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল অর্পণ করা হয়।
বুধবার (২৬ মার্চ) গুইমারা উপজেলা বিএনপির উদ্যোগে ভোরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ৮ টায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন সূচনা করা হয়।
গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সোহাগ এর নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ স্থানীয় নেতাকর্মীরা জাতীয় দিবসের গুরুত্ব উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্প মালা অর্পণ করেন এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির (সাবেক) সভাপতি মোঃ ইউসুফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলী, সিনিয়র-সহ সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম সহ বিএনপির অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় বক্তারা বলেন, আজকের এই দিনে আমরা একত্রিত হয়ে আমাদের জাতির সূর্যসন্তানও মুক্তির সংগ্রামে শহীদদের অবদান স্মরণ করছি তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাচ্ছি।
পরে সেখানে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।