শফিক ইসলাম,মহালছড়ি প্রতিনিধি
বাঙালির গৌরবদীপ্ত স্বাধীনতার দিন আজ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতি বছর বিনম্ন শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দিনটি পালন করে জাতি।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২৬ মার্চ) মহালছড়ি উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫।
দিনের প্রথম প্রহরে উপজেলা স্বৃতিসৌধের সামনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। এরপর স্বৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(অতিরিক্ত) সুজন চন্দ্র রায়,সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ্ আহম্মেদ,থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,উপজেলার সকল দপ্তরের সরকারি-বেসরকারি প্রশাসনিক কর্মকর্তা,মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি,উপজেলা প্রেসক্লাব,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক, সামাজিক, সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ১০ ঘটিকায় মহালছড়ি স্টেডিয়ামে জাতীয় সংগীতের সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন পরবর্তী কুচকাওয়াজ প্রর্দশন শেষে বীর মুক্তিযোদ্ধাদ ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সংবর্ধনা ও আলোচনা সভা শেষে ২৬ শে মার্চ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এছাড়াও উপজেলার শিক্ষা প্রতিষ্টান গুলোতে নানান আয়োজনে দিবসটা পালন করা হয়েছে।