বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট মহালছড়ি উপজেলা দলের উদ্যোগে ইফতার মাহফিল ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) মহালছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যুব রেড ক্রিসেন্ট মহালছড়ি উপজেলা দল এর উদ্যোগে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ইফতার পরবর্তী উপজেলাস্থ গরিব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা মোঃ সাকিব হোসেন সোহাগের সভাপতিত্বে উপদল নেতা মোঃ রকিবুল ইসলাম ও মোঃ রবিউল ইসলাম রবিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, রেডক্রিসেন্ট মহালছড়ি টিমের প্রধান উপদেষ্টা হেলাল উদ্দিন,জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য খালেদ মাসুদ সাগর, মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্টের সাবেক সদস্য মোঃ শফিকুল ইসলাম , বিভিন্ন রাজনৈতিক,স্বেচ্ছাসেবী,ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
ইফতার মাহফিল ও দোয়া শেষে উপজেলা রেড ক্রিসেন্টে সদস্যরা জেলার বিভিন্ন এলাকায় গিয়ে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।