• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  ইয়াবা কারবারি দুই সহোদর গ্রেপ্তার, অধরা মুল হোতা! বৈসাবির রঙ্গে রঙ্গিন পাহাড়…গুইমারাতে বর্ণাঢ্য সাংগ্রাই র‌্যালিতে নিজস্ব ঐতিহ্য তুলে ধরলো মারমা সম্প্রদায় খাগড়াছড়ি বন বিভাগ বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর প্রাকৃতিক বনে অবমুক্ত করে সাংগ্রাইকে স্বাগত জানিয়ে মানিকছড়িতে মঙ্গল শোভাযাত্রা কাপ্তাইয়ে সিক্স এ সাইড প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন  গুইমারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবদল নেতা রবিউলের শয্যাপাশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মারমা নববর্ষ মাহাঃ সাংগ্রাই পোয়েঃ উদযাপন রাঙ্গুনিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সুর এবং ছন্দের তালে মাতোয়ারা দর্শক      রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৫০০০ টাকা জরিমানা 

পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে ইফতার বিতরণ

আনোয়ার হোসেন, পানছড়ি উপজেলা প্রতিনিধি: / ১০৮ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

আনোয়ার হোসেন,পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোগীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ই মার্চ) বিকেলে এ ইফতার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মোঃ তোফাজ্জ্বল হোসেনসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ মহতী আয়োজনে অংশগ্রহণ করেন।

ইফতার বিতরণকালে বিএনপি নেতৃবৃন্দ বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধির মাস। এই মাসের শিক্ষা থেকেই আমরা অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা পাই। অসুস্থ ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা অনেক সময় প্রয়োজনীয় খাবার পান না। তাই জনাব ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে তাদের জন্য এই ক্ষুদ্র আয়োজন করা হয়েছে, যাতে তারা রমজানের আনন্দের অংশীদার হতে পারেন।

নেতৃবৃন্দ আরও বলেন, শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।

উল্লেখ্য, বিএনপি নেতা জনাব ওয়াদুদ ভূঁইয়া দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা ও অন্যান্য মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিশেষ করে রমজান, কোরবানির ঈদ, শীতকালীন সময় ও দুর্যোগকালীন পরিস্থিতিতে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ান। তার উদ্যোগে পরিচালিত এসব জনকল্যাণমূলক কর্মসূচি খাগড়াছড়ির সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে।

ইফতার গ্রহণকারী রোগী ও তাদের স্বজনরা বিএনপির এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানোর অনুরোধ জানান। তারা বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনেকে প্রয়োজনীয় খাবার কিনতে পারেন না। এ ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য সত্যিই সহায়ক।

এই আয়োজনের মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা আবারও প্রমাণ করলেন যে, তারা শুধু রাজনৈতিক কার্যক্রমেই নয়, মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ