শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে সাঁড়াশি অভিযান চালিয়ে পাহাড়ি অঞ্চলের চোলাই মদ জব্দ করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) দুপুর ১২:৩০ ঘটিকায় খাগড়াছড়ি-রাঙ্গামাটি আঞ্চলিক মহা সড়কের মহালছড়ি ২৪ মাইল এলাকার পূর্বে আর্কিমিডিস এর সেগুন বাগানে এসআই(নিরস্ত্র)মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে থানার একটি পুলিশের টহল দল অভিযান চালিয়ে পাহাড়ি অঞ্চলে তৈরি দেশীয় ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানান যায়,দীর্ঘ দিন ধরে এই এলাকা দিয়ে দেশীয় তৈরি চোলাই মদ নানা স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল, বিশেষ সূত্রে জানা যায় আজকেও একটি বড় চালান এই পথে নিয়ে যাওয়া হবে। তারই পরিপ্রেক্ষিতে পুলিশ স্থল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সকলে পালিয়ে গেলেও বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করতে সক্ষম হয়।
এই বিষয়ে ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন,মহালছড়ি উপজেলা কে মাদক মুক্ত করতে থানা পুলিশ সর্বদা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।সে লক্ষ্যে আজ চলো অভিযান চালানো হয় এবং বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ করা হয়।এই অভিযান চলমান থাকবে।