সাইফুর রহমান পারভেজ,গোয়ালন্দ উপজেলা প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে প্রাইভেটকারে করে মাদক পাচারের সময় ৬০ বোতল ফেনসিডিলসহ জসিম বিশ্বাস (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তার জসিম বিশ্বাস ফরিদপুর জেলার মধুখালী থানার উত্তর নোয়াপাড়া গ্রামের মো. ফাকু বিশ্বাসের ছেলে।
রবিবার (২৩ মার্চ) দিনগত রাত ৮ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে গোয়ালন্দ ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারে করে মাদক বহনের সময় জসিম বিশ্বাসকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এক লক্ষ আশি হাজার টাকা মূল্যের ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত জসিম বিশ্বাস দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদক সংগ্রহ করে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।