স্টাফ রিপোর্টার:
সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ বলতে কোন কথা নেই, যারাই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তারা বাংলাদেশের সম্মানিত নাগরিক। সবাই সংবিধান প্রদত্ত সমান অধিকার ভোগ করবে। ধর্ম, বর্ণের ভিত্তিতে কোন বৈষম্য মেনে নেওয়া হবেনা। ২৩ মার্চ রবিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা মুসলিমপাড়া ৫নং ওয়ার্ড উদ্যেগে আয়োজিত বিশাল ইফতার মাহফিলে এসব কথা বলেন বক্তারা। গুইমারা উপজেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ডাক্তার ওমর ফারুকের সঞ্চালনা ও ইউনিট সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বেে প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন গুইমারা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সাজিদুর রহমান, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ গুইমারা উপজেলা সভাপতি মো: মাগফার হোসাইন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা খোরশেদ আলম, ইসলামী ছাত্র শিবিরের গুইমারা উপজেলা সভাপতি মো: মইন উদ্দিন প্রমুখ।
এসময় অন্যান্নের মধ্যে উপজেলা টিম সদস্য মো: আমিনুল ইসলাম, আবুল হোসেন বাবু, গুইমারা উপজেলা যুব ইউনিটের সভাপতি মো: আজিজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান আরিফ, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা শামিম ওসমানী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি, উপজাতিয় নেতৃবৃন্দসহ জামায়াত- শিবিরের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেয়।