নিজস্ব প্রতিবেদকঃ
২২শে মার্চ ২০২৫ ইং তারিখে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর শাখার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনেট ভবনে ইফতার মাহফিল আয়োজিত হয়।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগরের সভাপতি রাসেল মাহমুদ এর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলটি পরিচালিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আবু তাহের রনি, গন অধিকার পরিষদ’র সহ সভাপতি ইঞ্জি থোয়াই চিং মং চাক, মোস্তফা আল এহজাজ, পিসিসিপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।
উক্ত অনুষ্ঠানে দোয়া মাহফিলের পর ইফতার পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশ বিরোধী অপশক্তি এবং দেশ বিভাজনের চক্রান্ত রুখে দিতে পার্বত্যবাসী এবং বাংলাদেশের সকল নাগরিকদের করনীয় নিয়ে আলোচনা করা হয়।