ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) খাগড়াছড়ি কেন্দ্রীয় ইদগাহ্ ময়দানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া।
খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান এর সভাপতিত্ত্বে খাগড়াছড়ি পৌর বিএনপির সভাপতি আব্দুর রব রাজা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু।
এসময় বক্তারা বলেন, গত ১৫ বছরেরও বেশি সময় আওয়ামী দোসরা এদেশের রাজত্ব করে গিয়েছে। শুধু তাই নই আমাদের পার্বত্য জেলায় খাগড়াছড়িতেও বিএমপির কোনো নেতাকর্মীকে পবিত্র রমজান মাস’টিতে বাজার করা সুযোগও দেয়নি। বিভিন্নভাবে মামলা হামলা দিয়ে হয়রানি করে ছিলো। আজকে তারা পালিয়ে অর্থ লুটে দেশের বিভিন্ন প্রান্তে থেকে দেশকে অস্থিতি অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদেরকে কোন সুযোগ দেওয়া যাবে না। সেজন্য সবাইকে একত্রে হয়ে দেশের উন্নয়নে বিএনপিকে আগামী নির্বাচনে জয়যুক্ত করার কাজ করার আহ্বান জানান ভক্তরা।
আলোচনা সভা শেষে মাওলানা রেজাউল করিম দোয়াও মোনাজাত পরিচালনা করে বিএনপি সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করেন। পরে খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া সহ সদর উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য, উপস্থিতি সকলে একত্রে ইফতার গ্রহণ করেন।