আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার খাগড়াছড়িঃ
ফিলিস্তিনের গাজায় ইজরায়েল বর্বর হামলা ও ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে ফুঁসে উঠছে বাংলার তৌহিদী জনতা। ফিলিস্তিনে ইজরায়েলী আগ্রাসন ও ভারতে মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গতকাল বাদ জুমায় খাগড়াছড়ির মানিকছড়িতে “আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার” উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী মুসলিন জনতা।
জুমার নামাজ শেষে উপজেলার বিভিন্ন স্থান থেকে পৃথক পৃথক ব্যানার, ফেস্টুনে বিভিন্ন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুসলিম তৌহিদী জনতা, উলামায়ে মশায়েখ ইজরায়েলী আগ্রাসনের বর্বর চিত্র ও ভারতে নামাজরত মুসলমানদের নির্যাতনের চিত্র তুলে ধরে বাজার কেন্দ্রীয় মসজিদ মাঠে জমায়েত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আমতলস্থ মোড়ে গিয়ে রাস্তার দু’পাশে সারিবদ্ধ হয়ে” আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার সভাপতি হাফেজ মাওলানা নাছির উদ্দীনের সভাপতিত্বে ফিলিস্তিনের গাজায় ইজরায়েল অব্যাহত আগ্রাসন ও ভারতে মুসলমানদের ওপর বর্বর হামলা, মসজিদে আগুন, মসজিদ ভাংচুর, ট্রেনে নামাজরত মুসলমান ও গর্ভবতী মুসলিম নারীকে প্রকাশ্যে হত্যাসহ সারা বিশ্বে ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রসহ মসজিদে আকসা জবরদখল এবং ইহুদি, খ্রিস্টান কর্তৃক মুসলমানদের গণহত্যা বন্ধসহ বিশ্ব মোড়লদের মানবতার চোখ বন্ধের তীব্র নিন্দা জানিয়ে
বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদ, আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বীন সুরুজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আমান উল্লাহ আমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাতি মো. জহিরুল ইসলাম খোকন, ইমাম মাওলানা মো. নূরুল কবির, মুফতি দিদারুল আলম কাসেমী, মাওলানা মো. জসিম উদ্দীন,
মাওলানা অলি উল্লাহ, কারী সিরাজুল ইসলাম,
মুফতি মাঈন উদ্দীন জামিল, কলেজ ছাত্রদলের সভাপতি, মো. রাকিবুল ইসলাম প্রমূখ।