মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনের উদ্যোগে অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন, শিক্ষা সহায়তা, চিকিৎসা অনুদান ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার ১১ টায় জোন সদরে এসব সহায়তা প্রদান করেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল মো: ওমর ফারুক পিএসসি, এই সময় উপস্থিত ছিলেন, উপ- অধিনায়ক মেজর মেহেদী হাসান, পিএসসি, এডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেন প্রমুখ।
এ কর্মসূচির আওতায় অন্তত দশটি অসহায় পরিবারকে বসতঘর নির্মাণের জন্য একবান করে টিন দেওয়া হয়। এছাড়া, উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও চারজন শিক্ষার্থীকে এককালীন শিক্ষা সহায়তা প্রদান করা হয়। সম্প্রতি মেরুন ইউনিয়নের জয়ন্ত মোহন কারবারিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া এক ব্যক্তির পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়। পাশাপাশি, আটজন অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তাও প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো: ওমর ফারুক, পিএসসি বলেন, “সেনাবাহিনী সব সময় মানুষের পাশে আছে। আমরা শুধু নিরাপত্তা নিশ্চিত করি না, বরং সমাজের অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্যও কাজ করি। এই সহায়তা কার্যক্রম তারই একটি অংশ। ভবিষ্যতেও দীঘিনালা সেনা জোন মানবিক সহায়তার এই ধারাবাহিকতা বজায় রাখবে।”
সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম উপস্থিত ব্যক্তিদের প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।