আনোয়ার হোসেন,পানছড়ি, প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বিএনপি’র উদ্যোগে উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৫টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া (সাবেক এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া তার বক্তব্যে গত ১৭ বছরের স্বৈরশাসনের নানা দিক তুলে ধরেন এবং ভবিষ্যত জাতীয় নির্বাচনে জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘‘স্বৈরাচারের শাসনামলে গুচ্ছগ্রাম প্রকল্পের চেয়ারম্যানরা ঘুষের মাধ্যমে পদ পেয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছেন। তিনি আরো বলেন আমাদের দলের কোন নেতাকর্মী যদি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন অথবা অভিযোগ প্রমানিত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’’
এবং দলের নাম ভাঙ্গিয়ে কোন নেতাকর্মী অনৈতিক কাজ বা চাদাবাজি করিলে তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তি দেওয়ার নির্দেশ দেন।
এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মালেক মিন্টু, মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুর রব রাজা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, এবং ৫নং উল্টাছড়ি ইউপি সভাপতি মোঃ আবুল হোসেন।