শফিক ইসলাম,মহালছড়ি প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল ও শুকর বিতরণ কর্মসূচি পালন করেছে মহালছড়ি উপজেলা মৎস্য অধিদপ্তর।
মঙ্গলবার (১৮ মার্চ) মহালছড়ি উপজেলা পরিষদের সামনে সকাল ১১:০০ ঘটিকায় নিবন্ধিত স্থানীয় ২৫ জন জেলের মাঝে উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপকরণ হিসেবে বাঙ্গালীদের মাঝে ৪ টি করে দেশীয় ব্লাক বেঙ্গল ছাগল ও পাহাড়িদের মাঝে ২ টি করে শুকর প্রদান করা হয়।
উপকরণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা(অতিরিক্ত) সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার(ভূমি) মোঃ সালেহ্ আহম্মেদ, উপজেলা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রফিকুল ইসলাম, মৎস অফিসার প্রবীন চন্দ্র চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক মোঃ জামাল উদ্দিন(টিপু) প্রমুখ
এ সময় উপকরণ গ্রহীতা নিবন্ধিত জেলেদের উদ্দেশ্যে করে অতিথিগণ বলেন,মাছ ধরা বন্ধকালীন সময়ে মাছ ধরা থেকে বিরত থাকবেন। গ্রহণকৃত উপকরণের সঠিক ভাবে লালন পালন করতে পারলে আপনাদের বিকল্প আয়ের একটা সুযোগ সৃষ্টি হবে এতে করে আপনাদের বিকল্প আয়ে পরিবার পরিচালনায় সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন।
উপকরণ গ্রহণ শেষে উপজেলাস্থ চট্টগ্রাম পাড়ার জেলে মোঃ রবিউল ইসলাম বলেন,মাছ ধরা বন্ধের সিজনে আমরা বেকার অবস্থায় খুবই কষ্টের জীবনযাপন করি, সরকারিভাবে বিকল্প আয়ের উৎস হিসেবে এই ছাগলগুলো আমার ও পরিবারের জন্য খুবই ফলপ্রসু হয়েছে, আমি ও আমরা এই উপকরণ ছাগল গুলো পেয়ে আনন্দিত হয়েছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, এই কর্মসূচি আওতায় গত ৪ মার্চ প্রথমধাপে ২৫ জন দ্বিতীয় ধাপে ১৮ মার্চ ২৫ জন মোট ৫০ জন জেলেকে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।