আনোয়ার হোসেন, পানছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার পানছড়িতে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘এক টাকার মানবিক পরিবার’-এর উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ ২০২৫) পানছড়ি উপজেলা অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানটি ছিল একদিকে মানবিক ও সামাজিক বন্ধন দৃঢ় করার মিলনমেলা, অন্যদিকে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সুসংহত করার পরিকল্পনা গ্রহণের এক অনন্য উদ্যোগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফারহানা নাসরিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানছড়ি। তিনি তার বক্তব্যে বলেন, “এক টাকার মানবিক পরিবার নিঃস্বার্থভাবে সমাজের অসহায় ও দুস্থ মানুষের জন্য কাজ করছে, যা সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জসীম উদ্দিন, অফিসার ইনচার্জ, পানছড়ি থানা। তিনি বলেন, “সামাজিক সংগঠনগুলোই পারে সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। এক টাকার মানবিক পরিবারের মতো উদ্যোগ সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।”
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন মোঃ সাকিব হাসান, প্রতিষ্ঠাতা, এক টাকার মানবিক পরিবার। তিনি বলেন, “একটি টাকা হয়তো কারো জীবনে খুব বড় কিছু নয়, কিন্তু সেই এক টাকাই যদি একত্রিত হয়, তাহলে বড় কিছু করা সম্ভব। আমাদের সংগঠনের লক্ষ্য মানুষের সেবায় এক হয়ে কাজ করা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাহিন আলম, সভাপতি, এক টাকার মানবিক পরিবার। এছাড়াও উপস্থিত ছিলেন পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ‘এক টাকার মানবিক পরিবার’-এর বিগত দিনের কার্যক্রম ও অর্জনগুলো তুলে ধরা হয়। সংগঠনের নেতারা বলেন, ভবিষ্যতে আরও বেশি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য সহায়তার মাধ্যমে সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে চায় সংগঠনটি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পানছড়ি ইউনিটের আগামী ছয় মাসের জন্য ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
‘এক টাকার মানবিক পরিবার’ দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে আসছে। এ পর্যন্ত তারা অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, রক্তদান কর্মসূচি, খাদ্য সহায়তা ও বিভিন্ন দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে।
বক্তারা বলেন, এক টাকার মানবিক পরিবারের এ ধরনের মহৎ উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করছে। আগামী দিনে সংগঠনটি আরও বৃহৎ পরিসরে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সামাজিক সংগঠনগুলোর ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ, তা ‘এক টাকার মানবিক পরিবার’-এর কর্মসূচির মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে। সংগঠনের প্রতিটি সদস্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে, যা সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হলে দারিদ্র্য বিমোচন ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এমন মহতী আয়োজনের মাধ্যমে পানছড়ি অঞ্চলে মানবিক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।