ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ
" তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে" এই প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন এর নেতৃত্বে র্যালিটি কাপ্তাই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এসময় রাঙামাটি জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা তরুণ কান্তি চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত