মোঃ হাচান আল মামুন দীঘিনালা খাগড়াছড়ি প্রতিনিধি
"তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলে মিশে "- এই শ্লোগানকে সামনে রেখে দীঘিনালায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
জাতীয় ভোটার দিবস উপলক্ষে পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুর ইসলাম, উপজেলা জামাত ইসলামের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি আব্দুল খালেক, ছাত্র প্রতিনিধি মারুফ, রবিন, ইফরান সহ বিভিন্ন দপ্তরের ব্যক্তিবর্গ
উপজেলা নির্বাচন কমিশনার বলেন সারাদেশে ভোটার হালনাগাদ চলছে নির্বাচন অফিসের প্রতিনিধি গাণ আপনাদের বাসায় গিয়ে গিয়ে ভোটার হালনাগাদ করছে। কেউ যদি বাদ পড়ে থাকে নির্বাচন অফিসে যোগাযোগ করলে আমরা করে দিব।
ভোটার দিবসের আলোচনা সভার সভাপতিত্ত করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মামুনুর রশিদ , সভা সঞ্চালনা করেন জনাব এ কে এম বদিউজ্জামান প্রধান শিক্ষক ১ নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সভায় বক্তারা বলেন ভোট জনগণের অধিকার। ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের কর্তব্য, কিন্তু বিগত দিনগুলোতে নাগরিকরা সেই ভোট দেওয়ার সুযোগ পায়নি। আগামীতে যেন বিগত দিনগুলোর মত অধিকার হরণ না হয় সেই বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত