আনোয়ার হোসেন, পানছড়ি উপজেলা প্রতিনিধি:
বিশ্ব মানবতার কল্যাণে কলিহত জীবের দুঃখ থেকে মুক্তি ও শান্তি কামনায় শ্রীশ্রী শিব চতুর্দ্দশী উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলা শ্রীশ্রী সার্বজনীন শিব মন্দিরে ১৯তম সার্বজনীন অষ্টমপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
ফেব্রুয়ারি'র ২৬,২৭ ও ২৮ তারিখের ৩দিন ধরে এই মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে ছিলো উপজেলার উল্টাছড়ি ইউপির মরাটিলা,পদ্মিনী পাড়া, সিংচা পাড়া, কাতারাই পাড়া এলাকাবাসী।
মরাটিলা শ্রীশ্রী সার্বজনীন শিব মন্দিরের সভাপতি পরম বিকাশ ত্রিপুরা জানান, প্রতিবছরই এই দিনগুলিতে আমরা পৃথিবীর সকল মানুষের কল্যাণ কামনা করে এই মহোৎসবের আয়োজন করে থাকি। আমাদের এখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই। সকল ধর্মের মানুষের জন্য এক সুরে কল্যাণ কামনা করা হয়।
এছাড়াও এখানে রয়েছে খাবারের ব্যবস্থা। উপস্থিত সকলে মিলে একজোটে খেয়ে যায় নিরামিষ খাবার। রয়েছে দিনব্যাপি পূজার আয়োজন। যেখানে প্রার্থনা করা হয় সকল জীবের জন্য। বিশেষ এই দিনগুলিতে আড়াই হাজারেরও অধিক লোকের সমাগম ঘটে বলে জানা যায়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত