মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি)
পরিবেশ রক্ষার লক্ষ্যে বন বিভাগ রাঙামাটির উদ্যোগে আয়োজিত "গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি"-তে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে ইয়ুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশন। সংগঠনটি পরিবেশবান্ধব কার্যক্রমের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এ ধরনের উদ্যোগের সাথে সবসময় থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
ইয়ুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশনের প্রতিশ্রুতি:
ইয়ুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মোস্তফা বলেন, "বন বিভাগের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে এ ধরনের কার্যক্রম শুধুমাত্র ফটো সেশনের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। যদি এই উদ্যোগকে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হয়, তাহলে আমাদের টিম সবসময় সহযোগিতার জন্য প্রস্তুত।"
সহ-প্রতিষ্ঠাতা মোঃ শহিদুল ইসলাম বলেন, "গাছকে রক্ষা করা শুধু সরকারি দায়িত্ব নয়, বরং আমাদের সকলের দায়িত্ব। আমরা চাই, এই কর্মসূচি নিয়মিত আয়োজন করা হোক এবং গাছের প্রতি মানুষের আরও সচেতনতা বৃদ্ধি পাক।"
কর্মসূচিতে গুরুত্বপূর্ণ উপস্থিতিঃ
কর্মসূচির প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন গাছ থেকে পেরেক অপসারণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বন বিভাগের বিভিন্ন কর্মকর্তার পাশাপাশি ইয়ুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ এমদাদুল ইসলাম এবং সংগঠনের স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এছাড়া, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. মোঃ জাহিদুর রহমান মিয়া এবং রেঞ্জ কর্মকর্তা ও ফরেস্ট ডিপার্টমেন্টের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রাঙামাটি সনাকের এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমা, ইয়েস লিডার হৃদয় বড়ুয়া এবং এসিজি পরিবেশ গ্রুপের সদস্যরাও এই কর্মসূচিতে অংশ নেন।
পরিবেশ রক্ষায় ধারাবাহিক উদ্যোগের আহ্বান
ইয়ুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশন মনে করে, শুধুমাত্র একদিনের অভিযান যথেষ্ট নয়, বরং নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। সংগঠনটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে গাছ সুরক্ষা ও পেরেক অপসারণ কার্যক্রম পরিচালনার জন্য বন বিভাগ ও অন্যান্য পরিবেশবাদী সংগঠনগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী।
"প্রকৃতিকে ভালোবাসুন, গাছকে রক্ষা করুন"—এই স্লোগানকে সামনে রেখে ইয়ুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশন পরিবেশ রক্ষায় অব্যাহতভাবে কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত