ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ২২তম মহান আচারিয়া (গুরু) পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া মারমা সংসদ এলাকায় ধর্মোদ্ধয় বৌদ্ধ বিহার প্রাঙ্গনে খাগড়াছড়ি সাসনা রাক্ষিতা ভিক্ষু সংঘ ও আচারিয়া পূজানুষ্ঠান উদযাপন কমিটি আচারিয়া পুজার আয়োজন করে।
বুদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আচারিয়া (গুরু) পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
আচারিয়া পূজা উপলক্ষ্যে সকালে বিভিন্ন বিহার থেকে বৌদ্ধ ভিক্ষুরা সমবেত হয়। ধর্মীয় সংগীত শেষে দায়ক দায়কিদের উদ্দেশ্যে বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় দেশনা প্রদান করে। এসময় দায়কা-দায়িকারা পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমুর্তিদান,সংঘদান, অষ্টপরিস্কার দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদানসহ নানাবিধ দান করে ভক্তরা।
পূর্ণ্যের আশায় দূর দূরান্ত থেকে ভক্তরা আচারিয়া (গুরু) পূজা অনুষ্ঠানে অংশ নেয়। এসময় দেশ ও জাতি কল্যাণ ও মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত