অসীম রায় (অশ্বিনী) বান্দরবানঃ
বান্দরবানে এক নারী কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। মৃত কনস্টেবলের নাম রুম্পা দাশ (৩০)। তিনি বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন।
১৬ ই ফেব্রুয়ারি রোববার দিবাগত রাতে শহরের বনরূপা পাড়া এলাকায় নিজ ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। রুম্পা জেলার পুলিশ সুপার কার্যালয়ের কনস্টেবল সৌরভ দাশ ঢালীর স্ত্রী। তাঁর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর এলাকায়।
বান্দরবান শহরের বনরূপা পাড়া এলাকায় রুম্পা দাশ (৩০) নামে এক নারী পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। নিহত রুম্পা দাশের স্বামী সৌরভ কুমার ঢালী (৩২) বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে স্বামী ও দুই সন্তান একসঙ্গে ঘুমালেও রুম্পা আলাদা কক্ষে ছিলেন। সকালে দরজা না খোলায় সন্দেহ হলে স্বামী দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
বান্দরবান সদর থানার এসআই সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত