অসীম রায় (অশ্বিনী) বান্দরবানঃ
বান্দরবানে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবাসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৬ ফেব্রুয়ারি রোববার বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- বান্দরবান সদর উপজেলার ২ নম্বর কুহালং ইউপির মৃত আবুল খায়েরের ছেলে জসীম উদ্দীন এবং কক্সবাজার টেকনাফের নজির আহম্মদের ছেলে আমির হোসেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে বুলু আক্তারের সাথে জসীম উদ্দীনের দ্বিতীয় বিয়ে হয়। বুলু আক্তারের প্রথম সংসারে ৩০ বছরের মেয়ে ছিল। ২০২২ সালের ৭ মে জসীম উদ্দীনের বন্ধু আমির হোসেন ওই মেয়েকে কুপ্রস্তাব দেয়। পরে সামাজিক সালিশে জসীম উদ্দীনের সাথে বুলু আক্তারের বিচ্ছেদ হয়।
বিচ্ছেদের ১০ দিন পর মেয়ের পাত্র দেখানোর কথা বলে বুলু আক্তার ও তার মেয়েকে বান্দরবান সদর ইউনিয়নের সীতামুড়া এলাকার পাহাড়ের জঙ্গলে নিয়ে যায় আমির হোসেন। সেখানে বুলু আক্তারকে গাছের সাথে বেঁধে তার মেয়েকে রাতভর দুজন পালাক্রমে ধর্ষণ করেন।
ঘটনার পরদিন ১৮ মে মেয়েকে ধর্ষণের অভিযোগে জসিম উদ্দিন ও আমির হোসেনকে আসামি করে বান্দরবান সদর থানায় মামলা করেন বুলু আক্তার।
আদালতে স্বাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আসামিদের বিরুদ্ধে এই রায় প্রদান করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইসমাইল সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত