আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাজাহান( ৭৫) রোববার ভোর রাতে মারা গেছেন( ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাহী রাজিউন)। লাল-সবুজের পতাকা মুড়িয়ে রাষ্ট্রীয় সালাম, শ্রদ্ধা শেষে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে প্রয়াতের গ্রাম রহমান নগরে পিতা-মাতার পাশে তাকে দাফন করা হয়েছে।
রবিবার ১৬ই ফেব্রুয়ারি বিকেলে উপজেলার একসত্যাপাড়ার রহমান নগর সামাজিক কবরস্থানের পাশে প্রয়াতের পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে তাকে দাফন করা হয়। এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলীর উপস্থিতিতে রাষ্ট্রীয় সন্মানণা, সালাম ও শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধাকে শেষ বিদায় জানান, প্রয়াতের পরিবারের সদস্য ও সহযোদ্ধারা।
এ সময় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শফিউল আলম চৌধুরীসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা এবং প্রয়াতের ছোট ভাই মোহাম্মদ আলী, মোহাম্মদ হাসান, মোহাম্মদ খোকন, মোহাম্মদ বাবুলসহ, ভাতিজা ও আত্মীয় স্বজনেরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত