খাগড়াছড়ি জেলার পানছড়িতে "ডেভিল্ট হান্ট " এর অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ জন নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ ।
মঙ্গলবার (১১/০২/২০২৫) দিবাগত রাতে এসআই মোঃ আব্দুল আউয়াল সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পানছড়ি থানাএলাকায় অভিযান ও ডিউটিকালীন সময়ে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ জন নেতাকর্মীকে আটক করেন।
থানা সুত্রে জানা যায় , আটককৃতরা সদর ইউনিয়নের মুসলিম পাড়ার মৃত সফির ছেলে মোহাম্মদ সাকিবুর রহমান(২৫) উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। কলোনী পাড়ার মৃত ইমান হোসেনের পুত্র জাহেদুল আলম প্রকাশ অনিক (১৯) ছাত্রলীগ সদর ইউনিয়ন শাখার সভাপতি, মোহাম্মদ পুরের মৃত ছাত্তারের ছেলে মোঃ আজাদ(২৪) সে উপজেলা ছাত্রলীগের সদস্য। পানছড়ি থানার ৩ সেপ্টেম্বর/২৪ ও ৬ অক্টোবর মাসের দুটি মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামী হিসাবে তাদের আটক করা হয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত আসামীদেরকে বিধি মোতাবেক ১২ ফেব্রুয়ারী ২০২৫ বুধবার সকালে খাগড়াছড়ি সদরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত