মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
অপারেশন ডেভিল হান্ট অভিযানে খাগড়াছড়ির রামগড়ে ইউপি সদস্যসহ এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে রামগড় থানাধীন ০২ নং পাতাছড়া ইউনিয়নের মাহবুব নগর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, পাতাছড়া ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের মন্তাজ মিয়ার ছেলে ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. মহিউদ্দিন (৪০) ও একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাহবুব নগর এলাকার আব্দুর রবের ছেলে যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন (২৭)।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, জুলাই গণঅভ্যুত্থান এর পরবর্তী ২ মামলায় আওয়ামীলীগ ও যুবলীগ এর দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিধি মোতাবেক তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত