ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
পৃথিবীটাকে যেমন পেয়েছ, তার চেয়ে অধিক সুন্দর করে রেখে যেতে চেষ্টা কর, স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল এর মর্ম বানীকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপের ৫৪তম বার্ষিক তাঁবুবাসের উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাপ্তাই উপজেলার কর্ণফুলি সরকারি কলেজ মাঠে উদ্বোধন পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলার সভাপতি মো: রুহুল আমিন।
বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ও বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম মেট্রোপলিটন জেলার সাবেক সম্পাদক মোঃ সামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলার কমিশনার মোঃ মাহাবুবুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও গ্রুপ সম্পাদক মুহাম্মদ আখতার কামাল।
অনুষ্ঠানের বক্তারা বলেন— স্কাউটিং একটি সহশিক্ষা প্রশিক্ষণ মূলক আন্দোলন। এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে স্কাউটিং এর কার্যক্রমের পাশাপাশি নিয়মিত পড়াশোনা করে ভাল ফলাফল করতে হবে। স্কাউটরা সব সময় বুদ্ধি, দক্ষতার মাধ্যমে নিজেদের জীবনের পাশপাশি সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও ভূমিকা রাখে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত