সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরচিালনা করে আড়াআড়ি বাঁধ আপসারণ করা হয়ছে। গত কিছুদিন ধরে পদ্মা নদীর ওই জল সীমানায় অবৈধ আড়াআড়ি বাঁধ দিয়ে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে আসছিল প্রভাবশালী একটি মহল।
সোমবার (১১ ফেব্রুয়ারী) যৌথভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ বাঁধ অপসারণ করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহবুবুল আলম, কোস্ট গার্ড পিটি অফিসার হুমায়ুন কাজী সহ কোস্ট গার্ডের একটি দল।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, আমরা জানতে পারি বেশ কিছুদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র পদ্মা নদীতে আড়াআড়ি বাধ দিয়ে জাটকা ইলিশ মাছ শিকার করে আসছে। এ সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকালে অভিযান পরিচালনা করে আড়াআড়ি বাধ ধ্বংস করা হয়। এ-সময় ১ হাজারের বেশি জাল জব্দ করে নিয়ে এসে পুড়িয়ে ফেলা হয়। জাটকা ইলিশ রক্ষায় খুব শীঘ্রই বাজার গুলোতে অভিযান পরিচালনা করা হবে। নদীতে জাটকা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত