ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কর্ণফুলি সরকারি কলেজ মাঠে তিনদিন ব্যাপী তারুণ্যের মেলার দ্বিতীয় দিনে মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় মেলা মঞ্চে পুষ্টি বিষয়ক কর্মশালা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় ও চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের অংশগ্রহনে এই কর্মশালায় মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাবের সদস্য, মহিলা বিষয়ক কার্যালয়ের ভাতাভোগী এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের কর্মীরা অংশ নেন।
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সুপার সালেহ আহমেদ সেলিম এর সঞ্চালনায় এসময় তথ্য ভিত্তিক আলোচনা করেন চন্দ্রঘোনা ক্রীস্টিয়ান হাসপাতালের মেডিকেল অফিসার ডা: রাজীব শর্মা।
এদিকে আলোচনা সভা শেষে কাপ্তাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের মনোমুগ্ধকর নাচ ও গান পরিবেশন করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত