সাইফুর রহমান পারভেজ গোয়ালন্দ (রাজবাড়ী):
কারিগরি শিক্ষার গুরুত্ব ও যুব উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে ‘যুব উন্নয়নে কারিগরি শিক্ষা, সংকট ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই এবং এটি যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ওয়াজেদ চৌধুরী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ-এর আয়োজনে কলেজের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দ.) জয়ন্ত কুমার দাস, এবং টিভিইটি কনসালটেন্ট ও তৌহিদ অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা মো. তৌহিদুজ্জামান। কর্মশালায় সভাপতিত্ব করেন ওয়াজেদ চৌধুরী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামান।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হলে কারিগরি শিক্ষার প্রসার বাড়াতে হবে। বর্তমান বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে যুব সমাজকে আধুনিক প্রযুক্তি ও দক্ষতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।
কর্মশালায় কারিগরি শিক্ষার বর্তমান সংকট ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
তারুণ্যের উৎসব ২০২৫’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত