বর্নাঢ্য আয়োজনে ২দিনব্যাপী ১০ ও ১১ ফেব্রুয়ারি বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের মহা মাঙ্গলিক উৎসর্গ ও পঞ্চ বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত হবে।
মহা মাঙ্গলিক এই উৎসর্গ ও পঞ্চ বিগ্রহ প্রতিষ্ঠা উৎসবকে ঘিরে বান্দরবানের সনাতনী সমাজের মধ্যে বইছে আনন্দ আয়োজন।
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের তথ্যমতে জানা যায়, ১০ ই ফেব্রুয়ারি সোমবার বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের মহা মাঙ্গলিক উৎসর্গ ও পঞ্চ বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব উপলক্ষ্যে ব্রহ্মমূহুর্তে শুরু হবে উষা কীর্ত্তন,সকাল ৬টা ৩১ মিনিটে মাঙ্গলিক উৎসর্গ অনুষ্ঠান শুভারম্ভ, সকাল ১০টা ১ মিনিটে শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা, এরপরে মাঙ্গলিক অর্চনা শুভারম্ভ, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, শ্রী শ্রী চন্ডীপাঠ, শ্রী শ্রী হোমযজ্ঞ, সন্ধ্যা ৫টা ৩১মিনিটে সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়।
পরেরদিন ১১ই ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রহ্মমূহুর্তে সমবেত প্রার্থনা, সকাল ৭টা ০১মিনিটে শ্রী বিগ্রহের নিত্যপূজা শুভারম্ভ, সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্বশান্তি কামনায় শ্রী শ্রী পুষ্পযজ্ঞ অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে পৌরহিত্য করবেন, বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজ।
অনুষ্ঠান আলোকিত করবেন বিভিন্ন মঠ ও মিশনের মহাত্মা মহারাজগণ।দুপুর ১২ টা ১ মিনিটে ভক্ত ও সূধী সম্মিলন, দুপুর ১২টা ৩১ মিনিটে শ্রীবিগ্রহের রাজভোগ, দুপুর ১টায় মহাপ্রসাদ আস্বাদন আর সন্ধ্যা ৬ টা ১ মিনিটে সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হবে।
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের আহবায়ক কমিটির সদস্য সচিব আনন্দ দাশ জানান, বান্দরবানের সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দির এর মহামাঙ্গলিক উৎসর্গ ও শ্রী শ্রী দুর্গা, শ্রী শ্রী কালী, শ্রী শ্রী বিষ্ণু, শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও শ্রী শ্রী জগন্নাথ তথা পঞ্চ বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব এর আয়োজন করা হয়েছে।
উৎসবের ২ দিন ব্যাপি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার প্রতিটি পর্বে সকলের সৌহার্দ্যপূর্ণ সবান্ধব উপস্থিতি উৎসব অঙ্গনকে প্রেমময় ও আনন্দময় করে তুলবে।
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের আহবায়ক নিখিল কান্তি দাশ জানান, আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি ২দিনব্যাপী বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের মহা মাঙ্গলিক উৎসর্গ ও পঞ্চ বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত হবে, আর এই উৎসবকে প্রাণবন্ত ও মহা মাঙ্গলিকতায় ফুটিয়ে তুলতে আমাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত