জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো " কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫, রংপুর ডিভিশন।
পুরো আয়োজন জুড়ে উপস্থিত ছিলেন-
আসিফ ইকবাল বাংলাদেশের অন্যতম মিউজিক কোম্পানি- গাঙচিল মিউজক এর প্রতিষ্ঠা এবং একইসাথে তিনি এক্সিস কোম্পানীর একজন অন্যতম সৃজনশীল উদোক্তা ও ব্যবসায়িক চিন্তাধারার নেতৃত্ব দিয়ে আসছেন। প্রফেসর মো: মোস্তাফিজুর রহমান - অধ্যক্ষ কারমাইকেল কলেজ রংপুর, প্রফেসর শামিমা আক্তার অধ্যক্ষ রংপুর সরকারি কলেজ, আজহারুল ইসলাম দুলাল সরকারি বেগম রোকেয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, তানবীর হোসাইন আশরাফী ম্যানেজিং ডিরেক্টর রয়্যালটি মেগা মল আপটার্ন ও আলফা টেক এর সিইও অনিন্দ্য রয়, মাহামুদুল হক শিমুল- লেকচারার অর্থনীতি বিভাগ, রংপুর মডেল কলেজ, রংপুর। গোলাম সাজ্জাদ হায়দার স্বাধীন -সিইও আলফা একাডেমি, এক্সিলেন্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা বেনজির আবরার, সংগঠনটির প্রতিষ্টাতা রিয়াজ হোসাইন ও গ্লোবাল গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ বাংলাদেশ এর এমডি কে.এম. হাসান রিপন সহ সংগঠনটির আরও অনেক সদস্য।
এই আয়োজনের স্পন্সর এবং পার্টনার হিসেবে ছিল-
কিরন, আলফা একাডেমি , সদাইপারি, রয়্যালটি মেগা মল, পাতা প্রকাশ।
এন,ইউ,এস,ডি,এফ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন নিয়ে সারাদেশব্যাপী কাজ করে যাচ্ছে ২০২০ সাল থেকে। এবার আয়োজিত হলো এই সংগঠনের ৮ম এবং রংপুর বিভাগের ২য় সম্মেলন- এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫, রংপুর ডিভিশন
এন,ইউ,এস,ডি,এফ বাংলাদেশ প্রতি বছর শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট সামিট, জব ফেয়ার, পাবলিক স্পিকিং মাস্টারমাইন্ড, কেস স্টাডি কম্পিটিশন, টিম বিল্ডিং ডে, ক্যারিয়ার ডে, অফলাইন অনলাইন সেশন সহ আরও অনেক ফ্রী লার্নিং সেশন আয়োজন করে যাচ্ছে প্রতিনিয়ত।
রংপুরে আয়োজিত এই সামিটে ৩৫০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। লটারির মাধ্যমে একজন শিক্ষার্থীকে আলফা টেক এর পক্ষ হতে একটি ল্যাপটপ, আলফা একাডেমি হতে ৬ জন শিক্ষার্থীকে সম্পুর্ন বিনামূল্যে ৬টি আইটি কোর্স ও অংশগ্রহণকারী সকলকে ৭০% ছাড়ে আলফা একাডেমির সকল কোর্সে ভর্তির সুযোগ প্রদান করা হয়। অংশগ্রহণ কারী সকল শিক্ষার্থীকে পাতা প্রকাশ এর সৌজন্যে সনদ প্রদান করা হয়।
এন.ইউ.এস.ডি.এফ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা রিয়াজ হোসাইন সর্বদা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন নিয়ে চিন্তা করেন, তিনি বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রচুর সম্ভাবনা রয়েছে তাদের দক্ষ করে গড়ে তুলতে পারলে ও পর্যাপ্ত সুযোগ প্রদান করা হলে দেশে বেকারত্বের হার কমিয়ে আনা সম্ভব।
তারেক আল মুনতাছির
চট্টগ্রাম ক্যাম্পাস প্রতিনিধি
০১৬৪৪২১০৬৩৮
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত