বান্দরবানের নাইক্ষংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে তরিকুল নামে এক কিশোর আহত হয়েছেন। ৩রা ফেব্রুয়ারি সোমবার উপজেলার ফুলতলির ৪৮ নাম্বার সীমান্ত পিলারের মিয়ানমারের অভ্যন্তরে এঘটনা ঘটে। আহত তরিকুল কক্সবাজার রামুর কাউয়ার খোপ এলাকার আবদুর রশিদের ছেলে। নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজাহারুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, অবৈধ ভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে গরু পাচার করছে এলাকার সংঘবদ্ধ একটি চক্র। তারা বিভিন্ন সময় নামমাত্র মজুরি দিয়ে শ্রমিক হিসেবে এলাকার এবং এলাকার বাইরের লোকজনকে মিয়ানমারে পাঠায় গরুগুলো আনতে।
এবারও চক্রটির হয়ে গরু আনতে সীমান্তের ৪৮ নম্বর পিলারের মিয়ানমারের অভ্যন্তরে গেলে সেখানে মিয়ানমার সরকারের বাহিনী ও বিদ্রোহী বাহিনীর আগে থেকে পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণের কবলে পড়ে তরিকুল। এ ঘটনায় তার বাম পায়ের গোড়ালি পা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি এই উপজেলার দোছড়ি ও নাইক্ষংছড়ি সদর ইউপির ফুলতলির ৪৭,৪৮ ও ৪৯ নম্বর সীমান্ত পিলারের মিয়ানমারের অভ্যন্তরে পৃথক স্থলমাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছিল।
অসীম রায়( অশ্বিনী)
বান্দরবান "" 01820030466
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত