পার্বত্য খাগড়াছড়ির দুর্গম জনপদে চিকিৎসা ববঞ্চিত দু:স্থ, অসহায় পাহাড়ি জনগনের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে গুইমারা রিজিয়নের অধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত দুর্গম নাইক্যা পাড়া আর্মি ক্যাম্পের অধীন কুকিছড়া পাড়া এলাকায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সোমবার সকালের দিকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কৌশিক জাহান পিএসসি, জি। এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরীর নেতৃত্বে দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারিয়া আহমেদ।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে ৪৫০ জন পাহাড়ি জনগনকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়। একই সময়ে শতাধিক পাহাড়ী জনগনের মাঝে কম্বল বিতরন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কৌশিক জাহান।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কৌশিক জাহান বলেন, এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। এই সম্পর্ক বজায় রাখার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। তারই অংশ হিসেবে দুর্গম এ পাহাড়ী জনপদে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন ককরা হচ্ছে। আগামীতেও এ ধারা অব্যহত থাকবে বলে জানান তিনি।
মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভোগিরা মাটিরাঙ্গা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেনাবাহিনীর সাফল্য কামনা করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত