মো: হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা থানা হতে একজন সহকারী উপ-পুলিশ পরিদর্শক'কে গ্রেফতার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
২৬ জানুয়ারী রাত ১০ টার দিকে দীঘিনালা থানা পুলিশের সহযোগিতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহা এর নেতৃত্বে একটি টিম দীঘিনালায় অভিযান পরিচালনা করে।
থানা সূত্রে জানা যায়, সে দীঘিনালা থানায় ৭ নভেম্বর ২০২৪ সালে উপ-পুলিশ পরিদর্শক(এএসআই) হিসাবে যোগদান করেন। এদিকে ইন্সুরেন্সার পিনাকী ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফাই আইডি থেকে যেমন টা জানান, তা হুবহু
"যেই ভালো খবরটার কথা বলছিলাম।
মনে আছে রামপুরায় ছাদে ঝুলে লুকিয়ে ছিলো একজন ছাত্র। উপর থেকে গুলি করেছিলো পুলিশ। সেই পুলিশের এস আই চঞ্চল সরকারকে আইডেন্টিফাই করা হয়েছে তারপর ধাওয়া করে ধরা হয়েছে খাগড়াছড়িতে। সে স্বীকারোক্তিও দিয়েছে।
এইটা একটা অবিশ্বাস্য গোয়েন্দা কাহিনী। পরে জানাবো এই অবিস্মরণীয় কাজটা সরকারের বিশেষায়িত টিমের কে কে করেছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহা এর নেতৃত্বে একটি টিম দীঘিনালায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে। তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত