মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় যুব রেড ক্রিসেন্ট, দীঘিনালা উপজেলা দল, খাগড়াছড়ি ব্রাঞ্চের আয়োজনে তিন দিনব্যাপী বেসিক ও ফার্স্ট এইড প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ (জানুয়ারি) দীঘিনালা উপজেলা অডিটোরিয়ামে এ সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়। প্রশিক্ষণটি শুরু হয় ২৪ জানুয়ারি এবং শেষ হয় ২৬ জানুয়ারি। তিন দিনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন খাগড়াছড়ি ব্রাঞ্চের দুইজন সিনিয়র প্রশিক্ষক।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য সোহরাব হোসেন, সুমন চন্দ্রনাথ প্রবীর এবং বিশিষ্ট সাংবাদিক আখতার হোসেন ও সোহানুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দলের সমন্বয়ক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য হাসান মোর্শেদ রিফাত।
প্রশিক্ষক তরিকুল ইসলাম ফাহিম প্রশিক্ষণার্থীদের ফার্স্ট এইড বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করেন। বক্তারা জানান, এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের প্রাথমিক চিকিৎসা বিষয়ে দক্ষতা বৃদ্ধি করেছে, যা তাদের দৈনন্দিন জীবনে মানবসেবায় কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয় এবং তাদের ভবিষ্যৎ সেবামূলক কার্যক্রমে সফলতা কামনা করে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।