• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
কাপ্তাই বিএসপিআই এ কাফনের কাপড় মাথায় বেঁধে সাধারণ শিক্ষার্থীদের গণমিছিল  মাটিরাঙার বড়নালে ঐতিহ্যবাহী ‘ধ’ খেলায় মেতেছে মারমা জনগোষ্ঠি রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  ইয়াবা কারবারি দুই সহোদর গ্রেপ্তার, অধরা মুল হোতা! বৈসাবির রঙ্গে রঙ্গিন পাহাড়…গুইমারাতে বর্ণাঢ্য সাংগ্রাই র‌্যালিতে নিজস্ব ঐতিহ্য তুলে ধরলো মারমা সম্প্রদায় খাগড়াছড়ি বন বিভাগ বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর প্রাকৃতিক বনে অবমুক্ত করে সাংগ্রাইকে স্বাগত জানিয়ে মানিকছড়িতে মঙ্গল শোভাযাত্রা কাপ্তাইয়ে সিক্স এ সাইড প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন  গুইমারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবদল নেতা রবিউলের শয্যাপাশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মারমা নববর্ষ মাহাঃ সাংগ্রাই পোয়েঃ উদযাপন রাঙ্গুনিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সুর এবং ছন্দের তালে মাতোয়ারা দর্শক     

খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জেলা শাখার আয়োজনে এক টাকায় বাজার

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। / ১৪৭ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

 

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। “এক টাকায় সুখের ছোঁয়া, সবার জন্য আমাদের চাওয়া” প্রতিপাদ্য বিষয়’কে সামনে রেখে খাগড়াছড়িতে অসহায় – হতদরিদ্রদের জন্য এক টাকায় বাজার এর সহায়তায় পাশে দারিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

শনিবার সকাল ১০টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে এ ব্যতিক্রমী বাজারের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান।

এসময় তিনি বলেন, এক টাকায় বাজারের উদ্দেশ্য হচ্ছে সমাজের স্বল্প আয়ের মানুষের নামমাত্র মূল্যে প্রয়োজনীয় জিনিস ক্রয়ের ব্যবস্থা করে দেওয়া। আজকের এই উদ্যোগ অল্প আয়ের লোকজনদের স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী হওয়ার পথপ্রদর্শক হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। পার্বত্য চট্টগ্রাম তথা খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনী সমূহ নিরাপত্তা বিধানের পাশাপাশি মানুষের জীবন মান উন্নয়নে সর্বদা সচেষ্ট রয়েছে। আশা করি অন্যান্য সকলে যদি নিজ নিজ অবস্থান থেকে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ায় তাহলে আমরা একটি সুন্দর খাগড়াছড়ি

সকাল থেকে বাজারে উৎসবমুখর কেনাকাটায় মুখর হয়ে ওঠে। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিস চাল, ডাল, তেল, পিঁয়াজ, আলুসহ ৮ রকমের পণ্য দিয়ে সাজানো হয়েছিল বাজার। সব-কটি আইটেমের দাম মাত্র ১ টাকা ক্রয় করার সুযোগ ছিলো।

সুবিধাভোগীরা এক টাকায় বাজার করতে পেরে খুশী। কারণ বর্তমানে উর্ধ্ব গতির বাজার থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পেরে ক্রেতারা খুশি।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জেলা শাখার সভাপতি মোঃ সোহেল রানা বলেন, আজকে আমরা এক টাকায় অসহায় হত-দরিদ্রের জন্য আমরা নিত্য প্রয়োজনীয় আটটি আইটেম বাজার সুবিধা রেখেছি। এর মাধ্যমে আমরা একটি মেসেজ দিতে চাই পাহাড়ে অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবাই মিলেমিশে থাকতে চাই। এবং সুন্দর একটি পাহাড় আমরা বাংলাদেশকে উপহার দিতে চাই।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা’র এ বাজারে ৬শাতাধিক পরিবার ১ টাকায় বাজার সুবিধা দেওয়া হয়।

এক টাকার বাজার পরিদর্শনকালে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের সহধর্মিনী মিসেস ফারজানা আক্তার চৌধুরী, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল রুবায়েত আলম, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ